ভাইয়ের বাইকে চড়ে শপিংয়ে যাওয়া হল না শিমুর

ট্রাকের চাকায় পিষ্ট

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

কুয়েত প্রবাসী ভাইয়ের সাথে বাইকে চড়ে শপিংয়ে যাচ্ছিলেন শিমু আকতার (২২)। কিন্তু তার আর কেনাকাটা করা হলা না। পথেই বাইক থেকে পড়ে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত শিমু হাটহাজারীর ৩ নং মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুয়েত প্রবাসী সিরাজুল ইসলামের বড় মেয়ে।

সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে প্রবাসী ভাই তারেক আজিজের সাথে মোটরসাইকেলযোগে শপিং করার উদ্দেশে বের হন দুই বোন শিমু ও জাকিয়া। তাদের গাড়িটি হাজী সফর আলী সড়ক হয়ে রেললাইন পার হওয়ার আগে শিমু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিমুর আত্মীয় মোহাম্মদ আলী জানান, প্রবাসী ভাই তারেক বাড়িতে আসার খবর পেয়ে শিমু শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে আসে। গতকাল রাতে ময়নাতদন্ত ছাড়া শিমুর লাশ তার বাবার বাড়ির স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমীন সবুজ জানান, প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে নিহতের লাশ তার অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটর সাইকেল থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনায় নিহতের ব্যাপারে থানায় সড়ক আইনে মামলার প্রস্ততি চলছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধলেজার রশ্মির সাহায্যে সরানো হলো বজ্রপাত
পরবর্তী নিবন্ধচুয়েটের সেই চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার