চুয়েটের সেই চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার

বাসে মাদক সেবন

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থী গত ১৩ ডিসেম্বর বাসে মাদক গ্রহণের অভিযোগে অভিযুক্ত হলে তাদেরকে সাময়িক বহিষ্কার করেছিল চুয়েট কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ওই চার শিক্ষার্থীকে এক বছরের জন্য স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ ও আমানত উল্লাহ। তারা সকলেই চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের (১৭ ব্যাচ) ছাত্র।

কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কৃতদের বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হবে। তারা চুয়েট হলে অবস্থান করতে পারবে না। গতকাল স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটি ও পরিচালকের সদস্য সচিব স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম।

পূর্ববর্তী নিবন্ধভাইয়ের বাইকে চড়ে শপিংয়ে যাওয়া হল না শিমুর
পরবর্তী নিবন্ধমেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইমরানা জামান ও এক্সিকিউটিভ চেয়ারম্যান সালাম