ভাইয়ের মৃত্যু বোন অসুস্থ

পুকুরে পানিতে ভাসছিল তারা

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে ভাইবোনকে। গতকাল বুধবার দুপুরে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উজিরভিটা গোল মোহাম্মদ পাড়ার এক পুকুর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এতে পুকুরের পানিতে ডুবে ভাইয়ের মৃত্যু ও বোন অসুস্থ হয়ে পড়ে। মৃত শিশু মো. আদনান নুর আরাফ () ওই এলাকার প্রবাসী নুরুল আবছারের পুত্র ও অসুস্থ আসরা জান্নাত () উপজেলার কলাউজান ইউনিয়নের হিন্দুরহাট এলাকার আবুল কাশেমের কন্যা। তারা সম্পর্কে মামাতোফুফাতো ভাইবোন।

স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে শিশু আসরা জান্নাত। ঘটনারদিন তারা বসতঘর সন্নিহিত পুকুরের পাশে খেলা করছিল। এ সময় খেলাচ্ছলে শিশু আরাফ পুকুরের পানিতে পড়ে যায়। তাকে পানিতে পড়ে হাবুডুবু দিতে দেখে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায় ফুফাতো বোন আসরাও। পরিবারের লোকজন অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাদেরকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন ও আসরাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক
পরবর্তী নিবন্ধবহিরাগত ঠেকাতে প্রবেশমুখে বসছে ইলেকট্রনিক গেট