ভবিষ্যৎ পৃথিবী গড়ার ইঙ্গিত দেয় সাহিত্য

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

রাদিয়া প্রকাশনের উদ্যোগে দ্বিতীয় সাহিত্য আসর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে সমপ্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন বিপুল বড়ুয়া, সরওয়ার কামাল পাশা, উৎপলকান্তি বড়ুয়া, আজিজ রাহমান, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, জসীম মেহবুব, মৃনালিনী চক্রবর্তী, গৌতম কানুনগো, অধ্যাপক হাসনা বানু, আবু মুসা চৌধুরী, মোহাম্মদ হাসানুল ইসলাম, তৌফিকুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট শম্ভু নাথ নন্দী, মিজানুর রহমান শামীম, শামীম ফাতেমা মুন্নী, বিচিত্রা সেন, কাঞ্চনা চক্রবর্তী, শিপ্রা দাশ, সরওয়ার কামাল পাশা, রুনা তাসমিনা, শিরীন আফরোজ, নাটু বিকাশ বড়ুয়া, নান্টু বড়ুয়া, তসলিম খাঁ, গোফরান উদ্দীন টিটু, সৈয়দা সেলিমা আক্তার, তারিফা হায়দার, মোস্তফা ইমরান সোহেল, সাইফুল্লাহ কায়সার, সালাম সৌরভ, সরওয়ার আরমান, ইসমাইল জসীম, কাসেম আলী রানা, শামীমা আকতার, ফারহানা ইসলাম রুহি, ফাতেমা ফেরদৌস, তানভীর হাসান বিপ্লব, শিউলী নাথ, মল্লিকা বড়ুয়া, লিপি বড়ুয়া, নুর নাহার নিপা, নিপা, প্রতিমা দাশ, রাসু বড়ুয়া, হৈমন্তী তালুকদার, প্রতীক্ষা বড়ুয়া, সুমি দাশ, এনামুল ইসলাম রনি, সরওয়ার জামাল আহাদ, রাজন বড়ুয়া, হাসনাত চৌধুরী, মিনু মিত্র, শাহেদুল ইসলাম প্রমুখ। আসরে বক্তারা বলেন, মানুষের চিন্তা, ভাব, আবেগ, অনুভূতি, কল্পনা- এ সবই সাহিত্যের উপজীব্য। এগুলোকে সামনে রেখে মানুষ এগিয়ে যায় প্রগতির পথে। সমাজ পরিবর্তনশীল। সমাজের সর্বত্র প্রতিনিয়ত রদবদল হচ্ছে। ফলে মানুষের জীবনাচরণেও সেই ধরনের পাল্টা হাওয়া লক্ষণীয়। সাহিত্যের ভূমিকা শুধু অতীত ও বর্তমানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যৎ পৃথিবী কেমন চাই তারও একটি ইশারা দেয় সাহিত্য। অনুষ্ঠানে ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাবোর্ড কেবল সার্টিফিকেশনেই সীমাবদ্ধ হয়ে গেছে: শিক্ষা উপমন্ত্রী
পরবর্তী নিবন্ধচবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ