চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ

সিআরবিতে বেসরকারি পর্যায়ে কোন হাসপাতাল হতে দেওয়া হবে না

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

সিআরবিতে বেসরকারি পর্যায়ে কোনো হাসপাতাল হতে দেওয়া হবে না। কিছু বিশেষ শ্রেণির মানুষের সুবিধার জন্য প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে হাসপাতাল করতে চায় বিশেষ মহল। চট্টগ্রামবাসীর আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করে এই আন্দোলনের প্রয়োজনে যা করা প্রয়োজন তা আমরা করব। এই স্থানে চাকসুর প্রথম জিএস আবদুর রবের কবরসহ আরও অনেক মুক্তিযোদ্ধার কবর রয়েছে। এই পবিত্র স্থান প্রাকৃতিকভাবে রক্ষা করার দায়িত্ব সকল সুশীল সমাজের ও দেশবাসীর। গতকাল শনিবার বিকালে সিআরবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ (এলামনাই) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চাকসুর সাবেক জিএস ও সংগঠনের সভাপতি গোলাম জিলানী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী, চবির সিনেট সদস্য এস এম নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিআরবি রক্ষা আন্দোলনের সদস্যসচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ডা. এম এ গফুর, মো. ইউনুচ। এস এম জাকির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মো. তমিজ উদ্দিন খান সিদ্দিকী, অধ্যাপক স্বরূপানন্দ রায়, মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ, জসিম উদ্দিন, ফরিদুল আলম, সোহেলদৌজা, আহসান হাবিব, সালামত আলী, আবদুল বারী, সজল চৌধুরী, নোমান উল্লাহ বাহার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভবিষ্যৎ পৃথিবী গড়ার ইঙ্গিত দেয় সাহিত্য
পরবর্তী নিবন্ধঐশ্বরিয়ার শুটিংয়ে ঘোড়ার মৃত্যু নিয়ে তোলপাড়!