বয়ান শিল্পাঙ্গনের মুক্তনাটক

| শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

অমর একুশে উপলক্ষে বয়ান শিল্পাঙ্গন মুক্তনাটক পরিবেশন করেছে। সায়েম উদ্দীনের রচনা ও নির্দেশনায় ২১ ফেব্রুয়ারি ‘অব্যক্ত যাতনা’ পরিবেশন করেন বয়ানের নাট্যকর্মীরা। নগরীর সিনেমা প্যালেস, চেরাগী পাহাড়, রেলস্টেশন চত্বর, টেলিগ্রাফ রোড মোড়সহ পাঁচ স্থানে নাটকটির প্রদর্শনী হয়। এই নাটকে বর্তমান সময়ের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পার্থ সারথি দে, সুদীপ্ত রায়, অরিন্দম মুখার্জি শাওন, রুবেল চৌধুরী, সায়েম উদ্দীন ও নয়ন। বয়ান সভাপতি নাফিক আব্দুল্লাহ জানান, ২৬ ফেব্রুয়ারি কাজির দেউড়ি মুক্তমঞ্চে নাটকটি পরিবেশিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পেল অপি করিমের ‘মায়ার জঞ্জাল’
পরবর্তী নিবন্ধঅনি স্মৃতি স্কুল টেবিল টেনিস টুর্নামেন্টে এন্ট্রির সময় বৃদ্ধি