বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

বড় ভাই সোহেল চৌধুরীকে খুনের দায়ে ছোট ভাই রায়হান চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় দেন। রায়হান চৌধুরী তার বড় ভাই সোহেল চৌধুরীর সঙ্গে কোতোয়ালী থানাধীন রাবেয়া রহমান লেনের গোলাম কিবরিয়া ভবনে থেকে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতেন।
আদালতের বেঞ্চ সহকারী ফরিদ উদ্দিন আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পুরো বিচার প্রক্রিয়ায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১১ অক্টোবর ছুরিকাঘাতে খুন হন সোহেল চৌধুরী। এ ঘটনায় সোহেল চৌধুরীর স্ত্রী পারভীন আকতার কোতোয়ালী থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, কলেজ ফাঁকি দিয়ে উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন আসামি রায়হান চৌধুরী। এজন্য তাকে বড় ভাই সোহেল শাসন করতেন। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে এবং কৌশলে রুমের দরজা বন্ধ করে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়।
আদালত সূত্র আরো জানায়, এ ঘটনায় ২০১৬ সালের ৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ২০১৭ সালের ১ জানুয়ারি রায়হান চৌধুরীর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট পদার্থ বিজ্ঞান বিভাগের পোস্ট-গ্র্যাজুয়েট ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধবোয়ালখালী আদর্শ স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ