বাঁশখালী পৌরসভার জলদী-ভাদালিয়া-সরল হারুন রশিদ সড়কটির সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। গত বুধবার সকালে সড়কের একটি গর্তে সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের মালামাল বোঝাই একটি ট্রাক আটকে যায়। তা তুলতে অনেক কষ্ট হয়েছে। ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। বর্তমানে উপজেলা সদরের মিয়ারবাজার থেকে সরল পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে অনেক খানাখন্দ ও বড় বড় গর্ত হয়েছে। সড়কটির অবস্থা বেহাল। সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য। কিছুদিন আগে সংস্কার করা হয়েও নিম্নমানের কাজের ফলে এ অবস্থা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। উপকূলীয় সরল, গন্ডামারা, মিনজিরিতলা, কাহারঘোনা, দক্ষিণ জালিয়াঘাটা ও পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক।
স্থানীয়রা জানান, সড়কের হারুন বাজারের পূর্ব পাশে আবদুল হক চৌকিদারের ঘাটা, রুহুল্লা পুকুরপাড়, মসজিদের উত্তর পাশে এবং রুহুল্লা পুকুর পাড়ের পূর্ব পাশে সড়ক ভেঙে বড় বড় গর্ত হয়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে ভয়াবহ অবস্থা হয়। কয়লা বিদ্যুৎ প্রকল্পের গাড়িও এই সড়ক দিয়ে যায়। উপজেলা সদরের সাথে এই এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম এই সড়ক। সড়কটি সংস্কার না হওয়ায় লোক ও যান চলাচলে সমস্যা হচ্ছে। নষ্ট হচ্ছে যানবাহনের মূল্যবান যন্ত্রাংশ। স্থানীয়রা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী বলেন, সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই বরাদ্দ দেওয়ার পাশাপাশি টেন্ডার আহ্বান করা হবে।












