বড়দিনে ‘আনন্দধ্বনি’

| বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন আগামী ২৫ ডিসেম্বর। এই দিনে ছোট পদায় ‘আনন্দধ্বনি’ নামে বিশেষ নাটক নিয়ে আসছেন পরিচালক জয়ন্ত রোজারিও। আপেল মাহমুদের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশাসহ আরও অনেকে। এ বিষয়ে নাট্যকার আপেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, নাটকের গল্পটি মানসিক টানাপোড়েনের। দুজন মানুষ একত্রে বসবাস করতে চাইলে দুই পক্ষের কমেপ্রামাইজ জরুরি। আবার এই কমেপ্রামাইজ মানে নিজের স্বকীয়তা বিসর্জন দেওয়া নয়। মূল্যবোধ ঠিক রেখে পাশাপাশি চলা যায় কি না, তাই বলতে চেষ্টা করেছি এই গল্পে। অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘আনন্দধ্বনি’ নাটকটি মানসিক টানাপোড়েনের গল্প। আসছে ২৫শে ডিসেম্বর বড়দিনে এনটিভিতে এটি প্রচার হবে। আশাকরি নাটকটি সবার ভালো লাগবে।

পূর্ববর্তী নিবন্ধবাবা আমার গানের অনুপ্রেরণা
পরবর্তী নিবন্ধ১০ বছর পর অভিনয়ে ফিরলেন জয়