জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেছেন, ভোজ্যতেলের দাম বৃদ্ধির পর থেকে আমরা নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রেখেছি। অভিযানে অনেকগুলো অনিয়ম দেখেছি। এছাড়া দায়ীদের জরিমানা করেছি। অনেককে সতর্ক করেছি। এর মধ্যে একদিন আমরা অভিযান চালিয়েছিলাম খাতুনগঞ্জের সোনা মিয়া মার্কেটে। যেখানে কিছু ব্রোকার কেবল ডিও স্লিপ বা কাগজ বিক্রির মাধ্যমে তেলের বাজার উঠানামা করায়। আমরা যখন সেখানে যাই, অনেকে দোকান বন্ধ করে পালিয়ে যায়। তবে ওখানের সার্বিক অবস্থা আমরা খাতুনগঞ্জের ট্রেডের নেতাদের লিখিতভাবে অভিহিত করি। কারণ ডিও স্লিপ বিক্রির মাধ্যমে তেলের দাম উঠানামা করা কোনোভাবে আইনগতভাবে সিদ্ধ নয়। তেল মিল থেকে ডিলারের কাছে যাবে, ডিলার থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে যাবে। কিন্তু এখানে হাতবদলের মাধ্যমে দাম উঠানামা করানো হচ্ছে। তাই এ সব কাগজ বিক্রি বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।