সাউথ আফ্রিকার অনারারি কনস্যুল সোলায়মান আলম শেঠের সৌজন্যে গতকাল সোমবার রাত ৮টায় নগরীর রেডিসন ব্লুতে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও পলিটিক্যাল এনালিস্ট এজাযুর রাহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও দৈনিক পূর্বকোণের প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী।
রোহিঙ্গা ইস্যুতে জোরালো ভূমিকা রাখার জন ব্রিটিশ হাই কমিশনারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সোলায়মান আলম শেঠ। এছাড়া চলমান মহামারিতে একসাথে কাজ করার কথা জানান তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডেরেক গ্রিফিকর্স ও ক্যাম্পেইন অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার আহসান সাজিদ। প্রেস বিজ্ঞপ্তি।