ব্রাজিলে অক্সিজেন সিলিন্ডার কারখানায় বিস্ফোরণ

| সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় ফোর্তালেজা শহরে অক্সিজেন সিলিন্ডারজাত করার একটি কারখানায় বিস্ফোরণ ঘটে চার জন আহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে। খবর বিডিনিউজের।
কারখানাটির মালিক শিল্পে ব্যবহৃত গ্যাসের উৎপাদক কোম্পানি হোয়াইট মার্টিনস্‌ এক বিবৃতিতে বলেছে, এটি অঙিজেন গ্যাস সিলিন্ডারজাত করার কারখানা হওয়ায় বিস্ফোরণের কারণে ওই অঞ্চলের অক্সিজেন উৎপাদন ব্যাহত হয়নি। সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরার জন্য তারা বিকল্প জায়গার সন্ধান করছে বলে কোম্পানিটি জানিয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে তারা। ব্রাজিলের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেনের চরম সঙ্কটের মধ্যে বিস্ফোরণের এ ঘটনা ঘটল।

পূর্ববর্তী নিবন্ধআসিয়ান-জান্তা সমঝোতা প্রত্যাখ্যান মিয়ানমারের জনগণের
পরবর্তী নিবন্ধবাগদাদে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড, ২৭ জন নিহত