ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

| শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক নিশাত জেবিনের সভাপতিত্বে ও অধ্যাপক পারভীন আক্তারের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জাকের আহমদ খোকন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, অধ্যাপক এহতেশামুল হক চৌধুরী, আনোয়ারুল হক, সৈয়দ মোহাম্মদ তৈয়ব, আলী রেজা, ক্রীড়া উপকমিটির আহবায়ক অধ্যাপক জাকিয়া সুলতানা, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক ওয়াহিদূর রহমান, অধ্যাপক হোসেন আলী, ছাত্র সংসদের ভিপি জাহিদ হোসেন খোকন, জিএস জিয়াউল হক জিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃজেলা মহিলা ভলিবল কাল শুরু
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের বালক ফুটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সমাপনি