আন্তঃজেলা মহিলা ভলিবল কাল শুরু

| শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ প্রশিক্ষণ মাঠে আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা আগামীকাল ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪টি জেলার মহিলা ভলিবল দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে স্বাগতিক চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা মহিলা ভলিবল দল। সরাসরি লিগ পদ্ধতিতে খেলাসমূহ পরিচালিত হবে। ১ম দিন ৪টি ও ২য় দিন ২টি খেলা অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলে শীর্ষ দল চ্যাম্পিয়ন ও ২য় স্থান অর্জনকারী দল রানার আপ বলে ঘোষিত হবে। শনিবার সকাল ১০টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকাফকো স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ