হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গতকাল শনিবার হাটহাজারীর বন্যা দুর্গত দক্ষিণ মাদার্শা, বটতলী মাদারীপুল ও বোয়ালিয়ারকুল, শিকারপুর অ্যান্ড্রাসন রোড প্রকাশ কুয়াইশ কলেজ রোড, হাবিলদার ইয়ার মোহাম্মদ সড়ক, ধুপপুল,বুড়িশ্চর সার্কুলার রোড, উত্তর বুড়িশ্চর হালদা নদী সংলগ্ন খালের পাড় ভাঙ্গনসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী, মনজুর আলম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার এ বিএম মশিউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অয়ন চাকমা , উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জয়শ্রী দে, মডেল থানার অফিসার ইনর্চাজ মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, শিকারপুর ও বুড়িশ্চর ইউ পি চেয়ারম্যান আব্দুল খালেক, জাহেদ চৌধুরী, সৈয়দ মঞ্জুর আলম, মো.আলমগীর, মো.সেলিম, সালাউদ্দিন খোরশেদ, নাজিম উদ্দিন মিয়াজী, মো. সেলিম, ইঞ্জিনিয়ার আবুল কালাম, মনসুর আলম প্রমুখ। এ সময় তিনি বন্যা দুর্গত এলাকার রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট পরিদর্শন করেন এবং এসব ভাঙ্গন ও ক্ষতিগ্রস্ত জায়গা গুলো মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।