৫ আগস্ট দেশে পট পরিবর্তনের পর ভেঙ্গে দেওয়া হয় দেশের সবগুলো ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশন গুলো। আর সে সব গঠন করতে একটি চার্চ কমিটি গঠন করা হয়। এরই মধ্যে গতকাল পর্যন্ত ২৯টি ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল গঠন করা হয়েছে ভ্যাডমিন্টন ফেডারেশনের এডহক কমিটি। যেখানে সভাপতি করা হয়েছে চট্টগ্রামের ক্রীড়া সংগঠক সালাহউদ্দিন আলমগীর খানকে। চট্টগ্রামের পাঠানটুলী খান বাড়ির সন্তান সালাহউদ্দিন একজন সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড়। ১৯৮১–৮২ সালে বালক বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হন তিনি। সে সময় জাতীয় দলের ক্যাম্পে থাকলেও ৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ায় খেলাটি বন্ধ হয়ে যায়। ফলে আর জাতীয় দলে খেলা হয়নি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটিতে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন তিনি। চট্টগ্রামে ফেডারেশন স্বীকৃত প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমানত খান ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেন সালাহউদ্দিনরা। যেটি চট্টগ্রামে বেশ সাড়া জাগানো টুর্নামেন্ট ছিল। সে সময় ঢাকা থেকে খেলোয়াড় এসে খেলতো এই টুর্নামেন্টে। সালাহউদ্দিন আলমগীর খান চতুর্থ ব্যক্তি যিনি চট্টগ্রাম থেকে কোন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেলেন। এর আগে কারাতে ফেডারেশনের সভাপতি হয়েছেন চট্টগ্রামের শাহজাদা আলম, জুড়ো ফেডারেশনের সভাপতি হয়েছে ফিরোজ আহমেদ আর সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক হয়েছেন আবু হেনা মোস্তফা কামাল টুলু।