ব্যাডমিন্টন খেলার মাঠেই মারা গেলেন আনোয়ারা থানার কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামান (৪৪)। গত সোমবার রাত সাড়ে ৯টায় থানার আঙ্গিনায় ব্যাডমিন্টন খেলার সময় বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে চেয়ারে বসে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কামরুজ্জামান গত ২ বছর ধরে আনোয়ারা পুলিশের বিশেষ শাখায় ওয়াচার কনস্টেবল হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানা এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান বলে থানা সূত্রে জানা যায়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, মো. কামরুজ্জামান কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি আগেও একবার স্ট্রোক করেছিলেন। সোমবার রাতে থানা কম্পাউন্ডে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে সহকর্মীরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরিক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।