ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীর কবলে পড়েছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) মীরসরাই উপশাখার ব্যবস্থাপক জামাল উদ্দিন (৩৮)। গত রোববার রাত সাড়ে ৯টায় মীরসরাই সদর থেকে ফেনী যাওয়ার পথে মাইক্রোবাসে তিনি ছিনতাইয়ের শিকার হন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর এলাকা থেকে রাত সাড়ে ১২টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওই শাখায় কর্মরত অভিজিত রায় ও মাঈনুল হোসেন জানান, জামাল উদ্দিনের কাছে থাকা ক্রেডিট কার্ডগুলো দিয়ে টাকা তোলার চেষ্টা করেছিলেন ছিনতাইকারীরা, এতে তারা ব্যর্থ হয়ে তাকে মারধর করেন। জামাল উদ্দিনের আত্মীয় সৈয়দ আলিম উদ্দিন বলেন, রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্যাংকিং কার্যক্রম শেষ করে মীরসরাই সদর থেকে ফেনী শহরে বাসার যাওয়ার উদ্দেশে মাইক্রোবাসে উঠেন জামাল উদ্দিন। পরে ওই গাড়িতে যাত্রীবেসে থাকা ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মী করে নগদ টাকা ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেন। এসময় তারা জামালের ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নেয়ার চেষ্টা করলে তিনি গাড়ি থেকে লাফ দেয়ার চেষ্টা করেন। এসময় তারা তাকে প্রচণ্ড মারধর করেন।
এই বিষয়ে মীরসরাই থানার ওসি অপারেশ দীনেশ দাশগুপ্ত বলেন, গাড়িতে মীরসরাই এলাকা থেকে উঠলেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে চৌদ্দগ্রাম থেকে ফেনী এলাকায়। তারপরও এই বিষয়ে থানায় অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।