কালারমারছড়া ইউপি চেয়ারম্যানের সাড়ে ৬ লাখ টাকা জব্দ

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখার অনিয়ম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৩৩ পূর্বাহ্ণ

কঙবাজার এলএ শাখায় জমি অধিগ্রহণে দুর্নীতি ও দালালি করে অর্থ উপার্জনের অভিযোগে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের ৬ লাখ ৫৫ হাজার টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কঙবাজার শাখায় জরুরি চিঠি দিয়ে ব্যাংক হিসেবে থাকা এসব টাকা জব্দ করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়২ এর তদন্ত কর্মকর্তা।

দুদক সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি র‌্যাবের অভিয়ানে ঘুষের ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকাসহ গ্রেপ্তার হন কঙবাজার এলএ শাখার সার্ভেয়ার ওয়াশিম খান। তার বিরুদ্ধে দায়ের হওয়া দুদকের মামলার তদন্ত শুরু হলে গত দুইমাস ধরে কঙবাজার জুড়ে এলএ শাখার দালালদের মধ্যে আতংক তৈরি হয়। ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া ৪ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের স্বীকারোক্তিতে কঙবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, তাঁর ছেলেসহ কঙবাজারের দুইজন সাংবাদিক, কয়েকজন আইনজীবী, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরসহ প্রায় অর্ধশত দালালের নাম উঠে আসে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতেও ভূমি অধিগ্রহণে অনিয়ম দুর্নীতিতে কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের নাম রয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর দৈনিক আজাদীতে ‘জমির ক্ষতিপূরণ দুর্নীতিতে জড়িত দেড়শ দালাল, সম্পৃক্ত ৫৭ কর্মকর্তাকর্মচারীও, কঙবাজারে গ্রেপ্তার চার আসামির স্বীকারোক্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচাঁদে যাওয়া প্রথম নারী কে হবেন
পরবর্তী নিবন্ধব্যাংক ম্যানেজারকে মারধর, টাকা ক্রেডিট কার্ড ছিনতাই