ব্যর্থতার জন্য অশ্রুসিক্ত নয়নে ক্ষমা চাইলেন কিম

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:৩৬ পূর্বাহ্ণ

জীবনমানের উন্নতি করতে না পারায় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন অশ্রুসিক্ত চোখে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণের এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। সৈন্যদের তাদের অপরিসীম ত্যাগ বিশেষ করে সামপ্রতিক বেশ কয়েকটি ধ্বংসাত্মক ঝড় ও করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় তাদের ‘অনন্য’ ভূমিকার জন্য ধন্যবাদ জানান কিম। খবর বিডিনিউজের।
বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে উত্তর কোরিয়ার কেউ আক্রান্ত না হওয়ায় ভাষণে কৃতজ্ঞতা প্রকাশ করেন কিম। তবে উত্তর কোরিয়ার ‘কেউ আক্রান্ত না হওয়ার’ দাবি নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছেন।
মহামারী ঠেকাতে নেওয়া ব্যবস্থার প্রভাব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বেশ কয়েকটি টাইফুনের কারণে সরকার জনগণের অবস্থার উন্নতিতে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করা যায়নি বলেও ভাষণে দায় স্বীকার করে নেন উত্তর কোরিয়ার এ শীর্ষ নেতা।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধস্থগিত হলো জনসনের করোনা টিকার ট্রায়াল