তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল রাতে সম্পন্ন হয়েছে। স্টেশন রোডস্থ একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. সরওয়ার কামাল। সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
উদ্বোধক ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ৩১নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুস শুক্কুর, মাওলানা মাহমুদুল হকসহ সমিতির সাবেক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএম পেয়ারুল ইসলাম বলেন, রিয়াজউদ্দিন বাজার হচ্ছে অর্থনৈতিক হৃদপিন্ড। চট্টগ্রাম নয় সারাদেশেই রিয়াজউদ্দিন বাজারের প্রভাব রয়েছে। অর্থনৈতিক বিপ্লব সাধনের জন্য ব্যবসার বিকল্প নেই। তিনি বলেন, ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য জেলা পরিষদ বদ্ধপরিকর। এ জন্য ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতি গুলোকে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের ভূয়শী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












