ব্যবসা প্রতিষ্ঠানের এমডির সম্পত্তিতে খুলশীর ওসিকে রিসিভার নিয়োগ

১৪৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

নগরীর খুলশীর ব্যবসা প্রতিষ্ঠান মাহিন এন্টারপ্রাইজের এমডি আশিকুর রহমান লস্কর মাহিনের সম্পত্তিতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রিসিভার নিয়োগ দিয়েছে আদালত। মার্কেন্টাইল ব্যাংক আগ্রাবাদ শাখার ১৪৫ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের একটি মামলায় গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

ব্যাংকের পক্ষ থেকে করা একটি আবেদন আমলে নিয়ে আদালত এ আদেশ দিয়েছে উল্লেখ করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে বলেন, খুলশী আবাসিক এলাকায় মাহিনের মালিকানাধীন দুটি আবাসিক ভবন মার্কেন্টাইল ব্যাংকের কাছে বন্ধক রয়েছে। উক্ত ভবন দুটির ভাড়া প্রতিনিধির মাধ্যমে গ্রহণ করে মাহিন বিদেশে পাচার করছেন এমন অভিযোগ করেছে ব্যাংক। তাই নিলামে বন্ধকী সম্পত্তি বিক্রয় না হওয়া পর্যন্ত ভবন দুটির যাবতীয় ভাড়া গ্রহণ করে আদালতে জমা প্রদান করার জন্য খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রিসিভার নিয়োগ দিয়েছে আদালত। বর্তমানে মাহিন কানাডার টরন্টোতে বসবাস করছেন বলেও জানান বেঞ্চ সহকারী। তিনি বলেন, কানাডায় অবস্থান করে মামলা পরিচালনার সুযোগ চেয়েছিলেন মাহিন। কিন্তু আদালত তাকে সে সুযোগ দেননি।

আদালতসূত্র জানায়, ২০২৩ সালে ১৪৫ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের দাবিতে মার্কেন্টাইল ব্যাংক আগ্রাবাদ শাখা খুলশীর মাহিন এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের এমডি মাহিনসহ কয়েকজনের বিরুদ্ধে একটি অর্থঋণ মামলা দায়ের করে। পরবর্তীতে ঋণ পরিশোধে ডিক্রি হলেও তা অনুসরণ না করায় ব্যাংকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ঋণ আদায়ে অর্থজারি মামলা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকালবৈশাখীর তাণ্ডব, বিদ্যুতে ভোগান্তি
পরবর্তী নিবন্ধবিরল পরিস্থিতির হৃদরোগ ঠেকাবে এমন উপায়ের খোঁজ মিলল