ব্যবসায়ীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এয়ার মোহাম্মদ (৪৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে নগরীর বহদ্দারহাট আরাকান সড়ক এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এয়ার মোহাম্মদ আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের আম পরানীর বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে। থানা সূত্রে জানা যায়, এয়ার মোহাম্মদ দীর্ঘদিন ধরে নগরীর হিলভিউ এলাকার ব্যবসায়ী ইয়াজ্জিম হোসেন রোমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে সামাজিকভাবে হেয় ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল। এ নিয়ে ব্যবসায়ী ইয়াজ্জিম গত ৯ আগস্ট তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মজুমদার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেক আইডি থেকে এক ব্যবসায়ীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন এয়ার মোহাম্মদ নামে ওই যুবক। ব্যবসায়ী ইয়াজ্জিম হোসেন রোমান ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে এয়ার মোহাম্মদকে বৃহস্পতিবার ভোরে বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করায় কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিলাসবহুল বাসের যাত্রীর ব্যাগে তল্লাশি
পরবর্তী নিবন্ধভয়কে জয় করে টিকা নিল শিশুরা