বিলাসবহুল বাসের যাত্রীর ব্যাগে তল্লাশি

খুলশীতে ৩ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

খুলশী থানার গরিব উল্লাহ শাহ মাজার এলাকায় সেন্টমার্টিনগামী বিলাসবহুল একটি বাসে অভিযান চালিয়ে তাহেরা বেগম নামে এক যাত্রীকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কেউ যাতে তাকে মাদক কারবারি হিসেবে সন্দেহ না করে সেজন্য সাড়ে তিন বছরের একটি শিশুকে নিয়ে বাসটিতে উঠেছিলেন তাহেরা। গতকাল বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহেরা বেগমের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার কোনো টিকিট ছিল না। কেউ যাতে সন্দেহ না করেন সেজন্য এসি বাসে একটি বাচ্চাকে সঙ্গে রেখে যাত্রা করছিলেন তিনি।
তিনি আরও বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-পরিদর্শক মো. আবদুল মতিন মিঞা বাদী হয়ে নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত ইয়াবার মূল্য ৯ লাখ টাকা।
সোমেন মন্ডল বলেন, এখন ভোররাতে বিলাসবহুল গাড়িতে ইয়াবা পাচার হচ্ছে। আর এজন্য রাতের গাড়িগুলোকে টার্গেট করা হয়। যাতে কেউ সন্দেহ না করে সেজন্য বাচ্চাদেরও সঙ্গে রাখা হয়। অনেক সময় বাচ্চাদের ডায়াপারে করে মাদক বহন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল ছিনিয়ে নিতে বাধা পেয়ে দুইজনকে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধব্যবসায়ীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য যুবক গ্রেপ্তার