ব্যবসাবান্ধব পরিবেশ রাখার প্রত্যাশা——-মাহাবুবুল আলম সভাপতি, চট্টগ্রাম চেম্বার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

২০২০ সালের মতো ২০২১ সালও করোনা মহামারির কারণে সারাবিশ্বের জন্য অশনি সংকেত ছিল। করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় আমাদের দেশেও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বর্তমান ব্যবসা বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র, বৃহৎ ও মাঝারি শিল্পখাতের ব্যবসায়ীদের প্রণোদনা দেয়ার কারণে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পেরেছে। ২০২২ সালের প্রারম্ভেও বিশ্বব্যাপী করোনার নতুন ধরণ অমিক্রন চোখ রাঙাচ্ছে। এরপরেও আমরা আশা করবো, নতুন বছরে করোনার বিদায় হবে। আমরা করোনামুক্ত একটি সুন্দর পৃথিবী দেখবো। এছাড়া নতুন বছরে সরকারের কাছে আমাদের প্রত্যাশা-সরকার যেভাবে ব্যবসায়ীদের সহায়তা দিয়ে যাচ্ছে, সেটি যেন অব্যাহত রাখে। এছাড়া ব্যবসাবান্ধব পরিবেশ ঠিক রাখার পাশাপাশি ব্যবসায়ীরা যেন হয়রানিমুক্ত সেবা পায় এটিই আমাদের প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে হিমালয়ান জোড়া শকুন উদ্ধার
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক সব অধিকার ফিরে পাক নতুন বছরে—- ডা. শাহাদাত হোসেন,আহ্বায়ক, মহানগর বিএনপি