একজন মা নয়মাস গর্ভে বাচ্চা ধারণ করার পর পৃথিবীতে একটি সুস্থ শিশু জন্মাবে এটাই সবার প্রত্যাশা। বলা হয় একজন নারীর প্রসবকালীন ব্যথা ৫৬টি হাড় একসাথে ভাঙার সমপরিমাণ হয়ে থাকে। আগে মায়েরা এখনকার মতো এতটা প্রগতিশীলতার ছেঁ্বায়ায় ছিলেন না। এই তীব্র ব্যথা সয়েই তাঁরা প্রসব করতেন। কিন্তু এখন শিক্ষা, ক্ষমতায়ন, আর্থসামাজিক উন্নয়ন সব মিলিয়ে মেয়েরা এই ব্যথার আতংকে অনেকে সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে ডেলিভারি করাতে চান। তারা ব্যথা সহ্য করতে চান না বা পারেন না। যুগের প্রয়োজনেই উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও অবস্ এন্ড গাইনিতে ব্যথাবিহীন ডেলিভারি একটি নতুন সংযোজন। ব্যথামুক্ত ডেলিভারি কী: এটি নরমাল ডেলিভারির একটি প্রক্রিয়া যেখানে কিছু ব্যথানাশক ওষুধ সীমিত ভাবে নির্দিষ্ট সময় পরপর রুগীকে প্রয়োগ করা হয় যা মাকে প্রসবকালে ব্যথামুক্ত রাখতে সাহায্য করে।
কাদের করা যায়: চিকিৎসক এর সিদ্ধান্ত অনুযায়ী যে কোন নারী এ প্রক্রিয়ায় ডেলিভারি করাতে পারেন। তবে কোন ওষুধে এলার্জি থাকলে তা আগেই চিকিৎসককে জানাতে হবে।
কী কী প্রয়োজন: অত্যাধুনিক প্রি ও পোস্ট ডেলিভারি ব্যবস্থাপনা, নিবিড় পরিচর্যা, অভিজ্ঞ ও দক্ষ সমন্বিত লেবার এবং অ্যানেসথেসিয়া টিম। নবজাতকের পরিচর্যা ইউনি, জরুরি চিকিৎসা ব্যবস্থা। মায়ের ধৈর্য্য, শক্তি, সাহস আর মনোবল, রুগীর পরিবারের সদস্যদের চিকিৎসক এর সাথে সমন্বয় রাখা।
কিভাবে করা হয়: এ পদ্ধতিতে একজন দক্ষ অবেদনবিদ একটি সরু ক্যাথেটার এর মাধ্যমে মেরুদণ্ডে কিছু ব্যথানাশক ওষুধ প্রয়োগ করেন।
ব্যয়: এই পদ্ধতিতে খরচ প্রায় নরমাল ডেলিভারির মতো। এটি নির্ভর করে হাসপাতাল এবং চিকিৎসক দের উপর।
উপকারিতা: ব্যথামুক্ত থাকার কারণে মা প্রসবকালীন সময়ে অস্থির হন না বরং কিছুটা আরাম অনুভব করেন, কথা বলতে পারেন এবং হাসতে হাসতে সন্তান জন্ম দিতে পারেন। ব্যথা কমে যায় বলে নরমাল ডেলিভারির জন্য কিছুটা সময় অপেক্ষা করা যায়। ফলে সিজারিয়ান অপারেশন এর সম্ভাবনা কম থাকে। যুগান্তকারী এ পদ্ধতিতে কিছুটা শংকা থাকলেও সঠিক মনিটরিং এবং দ্রুত সিদ্ধান্ত মায়েদের নরমাল ডেলিভারির আতংক অনেকটা কমিয়ে দিতে পারে।
ব্যথামুক্ত ডেলিভারিতে এপিডুরাল পদ্ধতি আমাদের দেশে অনেক হাসপাতালে এখন চালু আছে। বর্তমানে মায়েরাও ব্যথাবিহীন ডেলিভারির জন্য অনেক আগ্রহী। তারা সিজারের মতো অপারেশন এড়িয়ে যেতে চান। তাই মায়েরা প্রসব ব্যথা নিয়ে আর আতংকিত না হয়ে আগে থেকে অবসটেট্রিশিয়ান এর সাথে যোগাযোগ এর মাধ্যমে ব্যথামু্ক্ত প্রসব করাতে পারেন।
লেখক: অবস ও গাইনী চিকিৎসক।












