হালকা বৃষ্টি আর বজ্রপাত হলেও হালদা নদীতে ডিম ছাড়েনি মা মাছ। গতকাল শনিবার সকাল ৬টায় বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার আলামত দেখে হালদা নদী থেকে ডিম সংগ্রহকারীরা নৌকা ও ডিম আহরণের সরঞ্জাম নিয়ে নদী তীরে অপেক্ষায় ছিল। অবশ্য বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও বন্ধ হয়ে যায়।
বজ্রসহ বৃষ্টির আলামত থাকলেও অমাবস্যার, অষ্টমীর জো/তিথি না থাকায় ডিম ছাড়ার বিষয়ে নিশ্চিত ছিল না ডিম আহরণকারীরা। এরপরও কোন কোন সময় ব্যতিক্রমও ঘটে। প্রচলিত রীতি অনুযায়ী প্রবল বর্ষণের ফলে হালদা নদীতে ঢলের তীব্রতা বৃদ্ধি, বজ্রসহ বৃষ্টিপাত না হলে নদীতে মা মাছ ডিম ছাড়ে না।
কিন্তু গতবছর দেখা গেছে, প্রকট রোধের মধ্যে নদীতে মাছ ডিম ছেড়েছে। ডিম সংগ্রহকারী গড়দুয়ারার কামাল সওদাগর ও মার্দাশা আশু বড়ুয়া আজাদীকে জানান, গত শুক্রবার বজ্রপাত হয়েছে। কিন্ত বৃষ্টি হয়নি। শনিবার দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির অবস্থা অবলোকন করে তারা ডিম আহরণের সরঞ্জাম নিয়ে নদীতে পাহারায় ছিল। কিন্তু মা মাছের ডিম ছাড়ার কোন লক্ষণ না দেখে তারা ঘরে ফিরে যায়।