‘ব্যক্তিত্বের বিকাশে প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা রয়েছে’

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

আবৃত্তি দল স্বপ্নযাত্রীর আয়োজনে ৫ম প্রমিত উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনাবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রমিত উচ্চারণ একটি বাচনিক ক্রিয়া। ভাষা ব্যবহারে উচ্চারণের গুরুত্ব অনস্বীকার্য। উচ্চারণ সুন্দর না হলে ভাষার শৈল্পিক লালিত্য ফুটে ওঠে না। প্রমিত উচ্চারণ কেবল আবৃত্তির ক্ষেত্রে প্রয়োজন তা নয়, কর্মজীবন থেকে প্রতিটি ক্ষেত্রে এর একটি গুরুত্ব রয়েছে। ব্যক্তিত্বের বিকাশ ও সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে প্রমিত উচ্চারণ ও বাচনভঙ্গির যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। গতকাল শুক্রবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন টেলেন্ট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী। স্বপ্নযাত্রীর সভাপতি কবি ও সংগঠক আলী প্রয়াসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উমেসিং মারমা ঊর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক জাবেদ হোসেন, আবৃত্তিশিল্পী ইমতিয়াজ আহমেদ, বিক্রমজিৎ সেন প্রমুখ। ২ মাসব্যাপী চলমান এই কর্মশালায় প্রমিত উচ্চারণ, স্বরসাধন ও স্বর প্রক্ষেপণ, কবিতার ভাব-রস, ছন্দশৈলী ও আবৃত্তি নির্মাণ, সংবাদপাঠ ও উপস্থাপনা, মাইক্রোফোনের ব্যবহার, সাংগঠনিক প্রণোদনা বিষয়ে প্রশিক্ষণ দেবেন দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী, নাট্যজন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কবি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বল্প খরচে চিকিৎসা সেবায় মোস্তফা হাকিম ডায়াবেটিক কেয়ার সেন্টার
পরবর্তী নিবন্ধসৃজনশীল কর্মকাণ্ডকে এগিয়ে নেয়ার লক্ষ্যে চট্টগ্রাম একাডেমির ভূমিকা অপরিসীম