ডা. রাসবিহারী বড়ুয়া ও সবিতা বড়ুয়া ফাউন্ডেশনের সহযোগিতায় পটিয়াস্থ বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে গত ৪ জুন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের ভিক্ষু সংঘসহ তেকোটা-মুকুট নাইট গ্রামের ৩২ পরিবারের মধ্যে মানবিক উপহার তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুমিত চৌধুরী ও শোভা বড়ুয়া চৌধুরী।
বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের মহাসচিব সরিৎ চৌধুরী সাজুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন বৈদ্যপাড়া গ্রামের ডা. শুভময় চৌধুরী, বিকাশ চৌধুরী, শোভিত চৌধুরী সন্তু, পূর্ণজ্যোতি বড়ুয়া, রিংকু বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন পরিচালনা কমিটির কর্মকর্তা, সুনীল কান্তি বড়ুয়া, শ্যামল কান্তি বড়ুয়া (সভাপতি), বীর মুক্তিযোদ্ধা জ্যোতি প্রকাশ বলরাম চৌধুরী, প্রতাপ কান্তি বড়ুয়া, বিমল বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, ক্যানেডাম চৌধুরী, রুনু বিকাশ বড়ুয়া, অশোক বড়ুয়া বাবু, সবুজ বড়ুয়া পিলু, জুয়েল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।