বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা

চিন্ময় বড়ুয়া চেয়ারম্যান, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া মহাসচিব

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা ১৫ আগস্ট সকাল ১০টায় জামালখানস্থ স্থায়ী কার্যালয়ে জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়য়া রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রথমে মঙ্গলাচরণ পাঠ করেন রাসেল বড়ুয়া, সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু। বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, রাঙামাটি অঞ্চলের সাধারণ সম্পাদক আশীষ বড়ুয়া, বান্দরবান অঞ্চলের সাধারণ সম্পাদক হিতোষময় বড়ুয়া, খাগড়াছড়ি অঞ্চলের সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া, বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, পটিয়া শাখার সভাপতি সেব্রত বড়ুয়াসহ সকল অঞ্চলের সভাপতি, সাধারণ সম্পাদক। সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ২০২৫২৭ কমিটি গঠনকল্পে জুড়ি বোর্ডের উপদেষ্টা তপন কুমার বড়ুয়া, লায়ন লোকপ্রিয় বড়ুয়া, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, অপু বড়ুয়া, শীলানন্দ বড়ুয়া, দীলিপ বড়ুয়া, আশীষ বড়ুয়াসহ জুরি বোর্ডের সাত সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী চিন্ময় বড়ুয়া রিন্টুকে চেয়ারম্যান, ও প্রকৌশলী সীমান্ত বড়ুয়াকে মহাসচিব, লায়ন প্রকৌশলী দীপক বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি ও জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড। খবর বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পুকুরে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় বিএনপির স্মরণসভা ও দোয়া মাহফিল