বোয়ালখালী সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবন উদ্বোধন

| শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১১:১৮ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও মা সমাবেশ আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সৈয়দপুর গ্রামে সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনটি উদ্বোধনটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নোমান আল মাহমুদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মেজবাহ উদ্দিন। মো. ইউনুচ টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম বাবুল, শফিকুল ইসলাম, আবছার হিরা, পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্ব্যাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইয়াছির, সাবেক উপ প্রচার সম্পাদক সঞ্জয় ভঞ্জ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শাহাজাদা তারেক, পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ নুরুল কুদ্দুস, ওয়াহিদ মুরাদ রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম জসিম উদ্দিন, শেখ সাইফুদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান হাসান, জমির উদ্দিন জমু, সৈয়দ রবিউল আলম বাধন, মারুফ এলাহী রোকন, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য শাহ আলম, শহিদুল ইসলাম খান শিমুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অভিভাবক ও স্থানীয় মুরব্বিরা। উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মেসার্স তাওয়াক্কুল এন্টারপ্রাইজ ২০২১২২ অর্থ বছরে ২ কোটি ৯১ লাখ ২৮ হাজার টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনটির কাজ সম্পন্ন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নোমান আল মাহমুদ এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাখাতসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকার শিক্ষাক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে যুবলীগের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধদোহাজারী ভূমি অফিসে চুরি, ল্যাপটপসহ মালামাল লুট