প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে আবুল কালাম প্রকাশ মুসা চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। বোয়ালখালীর নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা আজাদীকে বলেন, রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ীর ১১ লাখ দশ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে জড়িত তার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। তবে তার সাথে আরো একজন ছিল। সে ব্যাপারে জানতে তাকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করি। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। কাল পরশুর মধ্যে তাকে রিমান্ডে আনা হবে। ঘটনার বিবরণে জানা যায়, নগরীর রিয়াজউদ্দিন বাজারে খেলার সামগ্রীর দোকান আছে ব্যবসায়ী আবদুল আজিজের। করোনাকালীন সময়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে, জলসা মার্কেটের গেইটে মাস্ক, স্যানিটাইজার, স্প্রে মেশিনের ব্যবসা শুরু করেন তিনি। এর মধ্যেই স্থানীয় ফজলুর রহমান নামে এক ব্যক্তির মাধ্যমে পরিচয় হয় আবুল কালাম প্রকাশ মুসা চৌধুরীর সাথে। তিনি উল্লেখিত সামগ্রী সরবরাহ করতে পারবেন জানিয়ে আবদুল আজিজকে তার কাছে নিয়ে যান ফজলুর রহমান। পকেটে তখন তার নগদ ১১ লক্ষ দশ হাজার টাকা ও চার লক্ষ ৫০ হাজার টাকার চেক ছিল। হালিশহর নিয়ে গিয়ে আবদুল আজিজকে আবুল কালাম ওরফে মুসা চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তার হাতে আবদুল আজিজ টাকা ও চেক হস্তান্তর করেন। তালিকায় থাকা পণ্য সামগ্রী গাড়িতে লোড করা হচ্ছে কিনা দেখতে ‘একটু আসছি’ বলে সটকে পড়েন মুসা চৌধুরী। তার আগেই একে একে উধাও হয়ে যান ফজলুর রহমান ও অজ্ঞাতনামা ব্যক্তি। এ ঘটনায় আবদুল আজিজ বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন।