বোয়ালখালী ও বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বোয়ালখালী ও বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১০:২৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী ও বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থী ও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নুরুল ইসলাম মামুন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত মামুন উপজেলার সারোয়াতলী উত্তর কঞ্জুরী বাদুরতলা এলাকার আব্দুর শুক্কুরের বড় ছেলে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, মামুন জুমার নামাজ শেষে তার চাচীর কথামত গোয়ালঘরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎতারে জড়িয়ে আহত হন। বাড়ির অন্যান্যরা সেখান থেকে মামুনকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তখন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। এর আগে গত বৃহস্পতিবার বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে মো. আজাদ সিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আজাদ উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। সে স্থানীয় হেলাল উদ্দিন সিকদারের প্রথম পুত্র। স্থানীয় ব্যবসায়ী জমির উদ্দিন সিকদার জানায়, শেখেরখীল ইউনিয়ন পরিষদের পাশে সাম সিকদার বাড়ির আজাদ সিকদার বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। এ সময় তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধজীবনের পড়ন্ত বেলায় বৃদ্ধের স্থায়ী মাথা গোঁজার ঠাঁই
পরবর্তী নিবন্ধপ্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে