বোয়ালখালী ও ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ২ মৃত্যু

আজাদী ডেস্ক | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:০০ পূর্বাহ্ণ

বোয়ালখালী ও ফটিকছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বোয়ালখালী প্রতিনিধি জানান, ছেঁড়া তার জুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইব্রাহিম (৪১) নামে একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর জের আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার মৃত আহাম্মদ মিয়ার ছেলে। তিনি বন্দর শ্রমিক বলে জানা যায়। নিহতের ছোট ভাই মো. শফি জানান, বৃহস্পতিবার রাতে ইব্রাহিম বিদ্যুতের তার জোড়া দিতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক।
এদিকে ফটিকছড়ি প্রতিনিধি জানান, গাছের ঢাল কাটতে উঠে বিদ্যুৎপৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার নারায়ণহাট ইউপির আহমদ ছাপার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. আরফাত (১৯) ভূজপুর ইউপির ১নং ওয়ার্ডস্থ কোডবাড়িয়া সিকদার পাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে। স্থানীয় মো. সামানুল নামের এক ব্যক্তি জানান, গাছের ঢাল কাটতে উঠলে বিদ্যুৎপৃষ্ট হলে গুরুত্বর আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধধান উৎপাদনে ব্রির কৌশলগত পরিকল্পনা
পরবর্তী নিবন্ধজার্মান শিল্পীর ছোঁয়ায় রঙিন শাটল ট্রেন