বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন উপজেলায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে বোয়ালখালী উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ চার জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ এমপি।
স্বাগত দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা। সুচয়ন সেনগুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ্, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম, মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার ও সমাজ সেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এবার বোয়ালখালীতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪জনকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন, ডলি বড়ুয়া, রাজিয়া বেগম, শিরিন আকতার ও শাহীন আকতার।
ফটিকছড়ি : বেগম রোকেয়া দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা দেয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ ফটিকছড়ি বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার সায়েদুল আরফিন। প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী নুর মিয়াজী, সহকারী প্রোগ্রামার মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সফল জননী হিসেবে ছকিনা বেগম, জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর, জাহানারা বেগম এবং মুনতাসির জাহানকে সম্মাননা প্রদান করা হয়।