চার্জগঠন শুনানি দেড় মাস পেছালো

টিনুর বিরুদ্ধে অস্ত্র মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১১:৫২ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারে যুবলীগ নেতা নামধারী ক্যাডার নুর মোস্তফা টিনুর বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলায় চার্জ গঠনের শুনানি দেড় মাস পিছিয়েছে। গতকাল ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত শুনানি শেষে আগামী ২৬ জানুয়ারি চার্জ গঠনের নতুন তারিখ ধার্য্য করেছেন। আদালত সূত্রে জানা গেছে, বুধবার পাঁচলাইশ থানার মামলা নং- ২৪(৯)১৯, স্পেশাল ট্রাইব্যুানাল মামলা নং-১৫০/২০ ইং তারিখ মূলে মামলাটির চার্জ গঠনের দিন ধার্য্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী সময় আবেদনের করায় আদালত তা মঞ্জুর করেছেন।
গত ২০১৯ সালে ২৩ সেপ্টেম্বর রাতে বিদেশি পিস্তল, শটগান ও ৬৭ রাউন্ড গুলিসহ টিনুকে এক সহযোগীসহ গ্রেপ্তার করে র‌্যাব-৭এর একটি দল। ওই ঘটনায় পরদিন পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। টিনুর বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাং এর নেতৃত্ব দান, চাঁদাবাজি, মারামারিসহ একাধিক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০০৪ সালেও অত্যাধুনিক একে ৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল টিনু।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী ও ফটিকছড়িতে জয়িতা সংবর্ধনা
পরবর্তী নিবন্ধসাত ঘণ্টা বৈঠক করেও চূড়ান্ত হয়নি আ.লীগের কাউন্সিলর প্রার্থী