বোয়ালখালী উপ নির্বাচন : ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আজাদী অনলাইন | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান তিনজনের প্রার্থীতা বাতিল করেন।

তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ রমজান আলী ও ন্যাশনাল পিপলস পার্টির (ন্যাপ) কামাল পাশা।

আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত তালিকা মনোনয়ন পত্রের সঙ্গে জমা দিতে হবে। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ রমজান আলী তা জমা দেননি। অন্যদিকে ঋণখেলাপি হওয়ায় ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশার মনোনয়নপত্র বাতিল করা হয়।

চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ৬ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর না থাকায় এবং ঋণখেলাপি হওয়ায় আরেকজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার তীব্র যানজট
পরবর্তী নিবন্ধউখিয়ায় পাহাড় ধসে ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু