বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির আহবায়ক মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে ও মনছুর আলম বাবলা এবং নজরুল ইসলাম সোহেলের সংঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ–পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মোহাম্মদ চৌধুরী পাপ্পু। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম বাবুল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি সেলিম হোসেন, আবদুর মালেক খান, মোশারফ হোসেন ছোটন, যুগ্ম সম্পাদক সনাতন বিজয় চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন আমিরী, আবছার খান, বাহাদুর হিরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মুজিবদৌল্লা, মো. সেলিম, জাহাঙ্গীর, পরাগ, রিফাত, মো. আকতার, লিটন বড়ুয়া, কাইছার হামিদ, সুব্রত চৌধুরী, লোকমান, মো. আকতার, শহিদুল হক টিটু, জসিম উদ্দিন, রিপন চক্রবর্তী, সুমন, সুজন মহাজন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












