বোয়ালখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:০৫ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। গতকাল সোমবার বিকেল ৩ টায় জেলা নির্বাচন কার্যালয়ে দাখিলকৃত ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ের পর দৈনিক

 

আজাদীকে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বোয়ালখালী উপজেলা পরিষদের উপনির্বাচনে দাখিলকৃত ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে গত রবিবার মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর প্যানেল মেয়র

ও বর্তমানে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান শাহজাদা এসএম মিজানুর রহমান ও সাংবাদিক কাজী আয়েশা ফরজানা। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও ১৬ মার্চ ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ১৬ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধপুলিশের গাড়িতে আহত চবি শিক্ষার্থীর ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন