বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের ইন্তেকাল

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ১০:১১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম (৭২) গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তার ছোট ভাই উপজেলা আ. লীগের সভাপতি নূরুল আমিন চৌধুরী ও বড় ছেলে রাশেদুল আলম সুজন জানান, তিনি শ্বাসকষ্ট জনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার রাতে তার অবস্থার আরো অবনতি হলে পরিবারের সম্মতিতে গতকাল মঙ্গলবার সকালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে চট্টগ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হয়। বিকেল পৌনে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতীক সেন।

আজ সকাল ১১টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা জানানো হবে। জোহরের নামাজের পর সারোয়াতলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর মৃত্যুতে গভীর শোক-দুঃখ প্রকাশ করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা, শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও গভীর শোক প্রকাশ করেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পৌর মেয়র জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সন্ত্রাসবিরোধী কেন্দ্র কব্জা করা ৩৩ জঙ্গি নিহত
পরবর্তী নিবন্ধপ্রকৃতির কোল ঘেঁষে সম্ভাবনার এক সড়ক