বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। গত বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার নিবার্চনে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সেই সাথে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও নিবার্চন কমিশনার আতিক উল্লাহ। পদাধিকার বলে কমিটির সভাপতি নির্বাচিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি কামরুন হাসান, মো. আলী আকবর, অতিরিক্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মো. সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, এ,এস,এম সাইফুদ্দিন, কোষাধ্যক্ষ এস,এম ওমর ফারুক, নিবার্হী সদস্য আবুল হাশেম মতি, এস,এম ফজলুল কবির, বিপুল কান্তি বৈদ্য, সেকান্দর আলম বাবর, মোহাম্মদ লোকমান চৌধুরী, মনজুর ইসলাম, দীপক কান্তি চৌধুরী, নাজিম উদ্দিন, শামীম আরা বেগম, সুলেখা ভট্টাচার্য।