বোয়ালখালীতে ২০০ লিটার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ৩

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ২২০ লিটার চোলাই মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে কধুরখীল ও পোপাদিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার কধুরখীল মুসলিম উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডিসি সড়কে পৃথক অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদসহ কধুরখীল ৪নং ওয়ার্ডে ঈসান মহাজনের বাড়ির রুপাম চৌধুর ছেলে শান্ত চৌধুরী (৩৫) ও সৈয়দনগর করিম বক্সের বাড়ির মৃত বজল আহমদের ছেলে মো. লিয়াকত আলীকে (৪৫) আটক করে পুলিশ। অপরদিকে একই রাতে পোপাদিয়াস্থ ঈশ্বর ভট্টের বাজারের দোকানগুলোতে ইয়াবা ট্যাবলেট বিকিকিনি চলছে, গোপনে প্রাপ্ত এ সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে বাজারের থ্রি জি টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশী চালিয়ে ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মোহাম্মদ তানভীর (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করে। ধৃত তানভীর পোপাদিয়া ৬নং ওয়ার্ডের আনন্দের বাড়ির মৃত রফিক আহমদের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম জানান, মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক ২টি মামলা দায়েরের পর ধৃত ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব
পরবর্তী নিবন্ধশাকপুরা ইউনিয়ন আ. লীগের স্মরণসভা