বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ৯:৪৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত মো. রাহাত (১২) নামের শিশুটি মারা গেছে। গত শুক্রবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে গত ১১ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাহাত উপজেলার চরণদ্বীপ দরবার শরীফ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়।

এলাকাবাসী জানায়, দ্রুতগামী সিএনজি চালিত একটি অটোরিকশার চাকায় পিষ্ট হয়েছিল রাহাত। সে মাথায় গুরুতর আঘাত পেয়েছিল। নিহত রাহাত পশ্চিম চরণদ্বীপ পেয়ার মোহাম্মদ বাড়ির রুকন উদ্দিনের ছেলে। সে স্থানীয় তৈয়বীয়া তাহেরীয়া সুলতান মোস্তফা কমপ্লেঙের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

রাহাতের মা জেবু আকতার বলেন, রাহাত অচেতন থাকায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে এক সপ্তাহ ধরে আইসিইউতে ভর্তি ছিল। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩ তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। চালকও গ্রেফতার রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩০ সেকেন্ডে মোটরসাইকেল চুরি!
পরবর্তী নিবন্ধকাজীর দেউড়িতে ‘বন্ধুর’ ছুরিকাঘাতে যুবক আহত