বোয়ালখালীতে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল মঙ্গলবার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর,স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক মঈনুল আবেদিন নাজিম, বোয়ালখালী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক কামরুল ইসলাম, তাপস পাল, একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিত ও উপজেলা স্কাউটসের সম্পাদক প্রজিব বড়ুয়া প্রমুখ।
পরে বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।