বোয়ালখালীতে লেভেল ক্রসিং থেকে ৬ দোকান উচ্ছেদ এক স’মিলে তালা

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে লেভেল ক্রসিংয়ের পাশের ৬টি দোকান উচ্ছেদ ও রাস্তার ধারে গাছের গুড়ি রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি স’মিল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার উপজেলার বুড়িপুকুর পাড় রেলক্রসিং ও অলি বেকারি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রেলক্রসিং ও রেল লাইনের দুই পাশে দোকান নির্মাণ করে কিছু অসাধু লোক অবৈধভাবে ব্যবসা করে আসছিল এতে নিত্য যানজটসহ দুর্ঘটনার আশঙ্কা থাকায় তাদের উচ্ছেদসহ ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়া সড়কের ধারে গাছের গুঁড়ি রেখে চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি করায় অলি বেকারি এলাকার খাজা স’মিলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইডিইউতে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ
পরবর্তী নিবন্ধমানুষকে দ্রুত আন্দোলিত করতে পারে কবিতা