মানুষকে দ্রুত আন্দোলিত করতে পারে কবিতা

বোধনের নবীনবরণে বক্তাদের অভিমত

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

সাহিত্যে যে কয়টি উপাদান রয়েছে তন্মধ্যে মানুষকে দ্রুত আন্দোলিত করতে পারে কবিতা। একটা কবিতা একটি গোষ্ঠী বা জাতিকে সংঘবদ্ধ করতে পারে। গত ৫ আগস্ট বোধন আবৃত্তি স্কুলের বরেণ্য ৫৮ আবর্তনের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে অতিথি ছিলেন, চবি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ঝুলন ধর ও সাংবাদিক দেবদুলাল ভৌমিক। নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধনের সহ- সভাপতি সুবর্ণা চৌধুরী। বক্তব্য দেন, সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ, সঞ্জয় পাল, মৃন্ময় বিশ্বাস, বিপ্লব কুমার শীল, সাজেদুল আনোয়ার, লিমা চৌধুরী, আনিস মাহমুদ, জসিম উদ্দিন, শর্মিলা বড়ুয়া, শুভাগত বড়ুয়া, রাশু বড়ুয়া, সাজ্জাদ হোসেন, শুভাশীষ পাল অর্ক, আলবেরুনী প্রমুখ। ত্রয়ী দে ও বৈশাখী বড়ুয়ার সঞ্চালনায় একক আবৃত্তি করেন সুচয়ন সেনগুপ্ত, পুষ্পিতা বিশ্বাস, ফারজানা জুঁই ও বৃষ্টি দেব। পরে আবর্তনের ছোটদের ছড়া ও কবিতা বিভাগ, বড়দের বিভাগের নবীন প্রশিক্ষণার্থীদের ফুল ও প্রশিক্ষণ পাণ্ডুলপি দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে লেভেল ক্রসিং থেকে ৬ দোকান উচ্ছেদ এক স’মিলে তালা
পরবর্তী নিবন্ধগান কবিতা কথামালায় নিবেদন শিল্পী সংসদের শ্রাবণ সন্ধ্যা