বোয়ালখালীতে মন্দিরের তালা ভেঙে দেবীর গয়না ও টাকা লুট

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ৮:৪৫ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌর সদরের একটি মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার, দানবাক্সের টাকাসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী রাধা গৌবিন্দ ও জ্বালাকুমারী মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তিলক সেন জানান, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে মন্দিরে পূজা শেষে পুজারী মন্দির তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে গ্রামের এক মহিলা ফুল দিতে আসলে তিনি মন্দিরের তালা ভাঙা দেখতে পেয়ে খবর দিলে মন্দিরে গিয়ে দেখতে পাই জ্বালাকুমারী মায়ের প্রতিমার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইনটি নেই ও দানবাঙ খোলা। চোরের দল মন্দিরের পিতলের তালাবাটিসহ পূজার মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে জড়িতদের আটকে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচান মিয়া সওদাগরের নাতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনগরীর প্রত্যেকটি ওয়ার্ডকে উন্নয়নের আওতায় আনা হবে