বাদ পড়া জনগোষ্ঠীকে কোভিড-১৯ ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও পৌরসভার সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমান টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর। উপস্থিত ছিলেন ডা. প্রতীক সেন, ডা. অমিত কুমার দত্ত, এস.এম. জিহাদ বাবলু, খেলনা রানী দাশ, দিদারুল আলাম, রুমি আক্তার, আব্দুল করিম বাবু প্রমুখ। এ সময় পৌরমেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনসাধারণকে ভ্যাকসিন প্রদানে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সকল মানুষকে নিরাপদ রাখার জন্যই ভ্রাম্যমান ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।











