বোয়ালখালীতে ভূমিহীনদের গৃহনির্মাণ কাজ পরিদর্শন

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে ৪৭টি ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর করে দেওয়া হচ্ছে। সরকারি অর্থায়নে ১ম পর্যায়ে ২০টি, ২য় পর্যায়ে ২০ ও ব্যক্তিগত অর্থায়নে ৭টি ঘর তৈরি করা হয়েছে। গত ১৮ জুন বোয়ালখালী উপজেলা সারোয়াতলী ইউনিয়নে লালারহাট এলাকায় নবনির্মিত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিসহ ঘর নির্মাণ কাজের অগ্রগতি দেখতে পরিদর্শন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ আবদুল করিম, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবহেলিত মানুষের পাশে দাঁড়ানো শিখিয়েছে নিষ্ঠা ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধবেকার যুবকদের স্থানীয় কলকারখানায় কর্মসংস্থানের দাবি