বোয়ালখালীতে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ বছর বয়সী অষ্টম শ্রেণি পড়ুয়া এক মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার মধ্যম করলডেঙ্গায় এ ঘটনা ঘটে। সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন জানান, অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে তা বন্ধ করা হয়েছে। বিয়ের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় কনের পরিবারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এসময় উপস্থিত কনের অভিভাবকদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধন্যাপ চট্টগ্রাম মহানগরের সম্মেলন